শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
২২ অগ্রহায়ণ, ১৪৩১, হেমন্তকাল

রূপগঞ্জে কাজী মনিরের নেতৃত্বে বিএনপির র‍্যালি

রূপগঞ্জ সংবাদদাতা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যালি করেছে বিএনপি।

রোববার (১০ নভেম্বর) র‌্যালিটি রূপসী বাসস্ট্যান্ড থেকে মুড়াপাড়া মঠেরঘাট পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, ১৭ বছর আমরা এই দিবস পালন করতে পারিনি। কারণ ফ্যাসিস্ট হাসিনা সেই পরিস্থিতি রাখেননি। আজকে দ্বিতীয় বার দেশ স্বাধীন হয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে, তাই আজকে আমরা এই দিবস পালন করতে পারছি। হাসিনা আজ কোথায় লেজ গুটিয়ে পালিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, তারাব পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, বিএনপি নেতা হাফিজ আহাম্মেদ, আলি আকবর, দেওয়ান মোহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা বায়েজিদ প্রধান, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক আহাদ কাজী, রাজিব আহাম্মেদ, মো. তাসমীর, ইব্রাহিম দেওয়ান, আরমান মোল্লা, ইউসুফ, মঞ্জু, জাহাঙ্গীর, পাপেল প্রমুখ।

সর্বশেষ সংবাদ