শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
২২ অগ্রহায়ণ, ১৪৩১, হেমন্তকাল

কাঁচপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৭

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৫ জনকে ঢাকায় বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- জয় (২০), মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), মোঃ সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মোঃ শাহজালাল।

তাদের হাসপাতালে নিয়ে আসা রুবেল নামে একজন জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানের কাজ চলছিল। এসময় সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ৭ শ্রমিক দগ্ধ হন।

সর্বশেষ সংবাদ