শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
২২ অগ্রহায়ণ, ১৪৩১, হেমন্তকাল

সাবেক পাটমন্ত্রী গাজীর পিএস ফিরোজ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফিরোজ ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারের কক্স টুডেে হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ফিরোজ ভূইয়া (৫২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজারের ওই অভিজাত হোটেলে অভিযান চালায়। এ সময় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারে পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ