চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে যৌথ বাহিনীর অভিযান তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কয়েক বছর ধরে তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। বেশ কিছুদিন যাবত বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টু চাঁদা দাবি করে আসছিলেন। সোমবার দুপুরে তিনি প্রকল্পের কাজের জন্য আনা দুই ট্রাক বালু লুট করেন। পরে রূপগঞ্জ থানায় ও সেনাবাহিনীর ক্যাম্প বরাবর এ বিষয়ে অভিযোগ করা হয়। এর প্রেক্ষিতে যৌথ বাহিনীর অভিযানে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
এদিকে বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টুকে গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।