বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

হাসনাত-সারজিসকে রংপুরে ঢুকতে না দেয়ার ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, তাদের দুইজনকে জাতীয় পার্টির ক্ষমতা দেখিয়ে দেবো।

সোমবার (১৪ অক্টোবর) রাতে রংপুরে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথকর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এসময় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের উপস্থিত ছিলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুরে যা করতে চান তা জাতীয় পার্টির অংশ গ্রহণ ছাড়া আমরা ঘটাতে দেব না। জাতীয় পার্টিকে বাদ রেখে কোনো আলোচনা নয়। রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার আপনাদের জানিয়ে দিতে চাই- রংপুরে কোনো রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে যদি ডাকা না হয়, সম্মান দেওয়া না হয়, তাহলে জাতীয় পার্টি নিজেই অধিকার আদায় করে নেবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম রংপুরে আসতে পারবে না। যদি ফেসবুকে মেসেজ দেখেন- সঙ্গে সঙ্গে যার কাছে যা কিছু আছে, তা নিয়ে রংপুরে এই পার্টি অফিসে চলে আসবেন। আমরা দেখিয়ে দিতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। হাসনাত-সারজিসের কোনো প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ