মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
২৭ কার্তিক, ১৪৩১, হেমন্তকাল

বাজার সিন্ডিকেটকারীদের বিশেষ আইনে গ্রেফতার

নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থানে নিতে যাচ্ছে সরকার। সিন্ডিকেটের মূলহোতাদের বিশেষ আইনে গ্রেফতার করা হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক মতবিনিময় সভায় এ কথা জানান যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, আমরা একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে শাক-সবজির জোগান এবং চাহিদায় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। কিন্তু অন্যান্য পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে একটা সিন্ডিকেটের বড় প্রভাব আছে। সেই সিন্ডিকেট ভাঙতে আমরা কাজ করছি।

উপদেষ্টা আসিফ বলেন, বিগত সময়ে ভোক্তা অধিকার আইনটিকে অনেক দুর্বল করা হয়েছে। ৩-৫ হাজার টাকা জরিমানা করে ইফেক্টিভ কিছু হবে না। আগে জেলে পাঠানোর বিধান ছিল। এখন আইন সংশোধন করতে সময়েরও প্রয়োজন। কিন্তু এর আগেই আমাদের হার্ডলাইনে যেতে হবে। তা না হলে দ্রব্যমূল নিয়ন্ত্রণ কঠিন হবে। ফলে আমরা বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করব।

সর্বশেষ সংবাদ