মাসুম বিল্লাহ, আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের এক নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার মুকুন্দি গাজীপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আড়াইহাজার পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা (৪৮)। তাকে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অপরজন হলেন দিঘির পাড়া এলাকার বাসিন্দা আওয়ামী লীগ কর্মী রাজু মিয়া (৩৩)। তাকে দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গ্রেফতারদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে এদিন শিবপুর এলাকা থেকে একটি বাটছাড়া রাইফেলসহ ট্রাংক উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া বলে জানা গেছে।