নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মা ইলিশ রক্ষায় অভিযানের দ্বিতীয় দিনে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালায় প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। তাদের সহযোগিতা করে নৌ পুলিশ ফাঁড়ি। এসময় মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।
এসময় একইসঙ্গে ৫ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।