বুধবার, ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১, বসন্তকাল

মেঘনায় অভিযান, কারেন্ট জাল ও ইলিশ জব্দ

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

তিনি জানান, প্রায় ৪ ঘণ্টা মোবাইল কোর্ট পরিচালনা শেষে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। মাছগুলো স্থানীয় মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন সোনারগাঁ উপজেলা মৎস অফিসের উদ্যেগে সহকারী কমিশনার (ভূমি), বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। এসময় মৎস্য অফিসের আরও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ