প্রযুক্তির দুনিয়ায় আবারও ঝড় তুললো মার্কিন ধনকুবের ইলন মাস্কের টেসলা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় একটি এআই ইভেন্টে, সাইবার ক্যাবের নতুন একটি ভার্সন উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি।
টেসলার সাইবার ক্যাবের নতুন ভার্সনের অন্যতম বিশেষত্ব হলো এর অভ্যন্তরীণ ডিজাইন—এতে কোনো ‘স্টিয়ারিং হুইল’ নেই। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে চালক ছাড়াই চলবে।
অনুষ্ঠানে ইলন মাস্ক বলেন, ২০২৬ সাল থেকে আমরা বাণিজ্যিকভাবে এই রোবোট্যাক্সির নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। গাড়িটির আনুমানিক দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম।
টেসলার দাবি, এই গাড়ি সম্পূর্ণরূপে প্রযুক্তি নির্ভর এবং এটি স্বয়ংক্রিয়ভাবে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। অর্থাৎ যাত্রীরা গাড়িটি নিজে চালানো ছাড়াই শুয়ে-বসে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবে। গাড়িটি সয়ংক্রিয়ভাবে যাত্রীদের তার নির্দেশিত গন্তবে পৌঁছে দেবে। এ ছাড়া গাড়িটিতে ভ্রমণ খরচও অনেক কম হবে। দেড় কিলোমিটার দূরত্বে খরচ হবে মাত্র ১৬ টাকা।