প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার, ২০২৫, ০৬:৪০ পিএম

অনলাইন সংস্করণ

দূর্গোৎসব উদযাপন উপলক্ষে মনোহরগঞ্জ বুড়া কালীবাড়িতে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

 

 

তাপস চন্দ্র সরকার, কুমিল্লাঃ

আসছে ২৮ সেপ্টেম্বর বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাধীন বিপুলাসার শ্রী শ্রী বুড়া কালীবাড়িতে আনন্দময়ী সংঘের আয়োজনে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লিফলেট সূত্রে জানা যায়- সনাতনী সংস্কৃতি ধ্বংসকারী ডিজে, হিন্দি গান, অশ্লীল নৃত্য ইত্যাদির মতো বিভিন্ন অপসংস্কৃতিকে ছুঁড়ে ফেলে সনাতনের মহামূল্যবান সংস্কৃতি জাগ্রত ও তুলে ধরতে বদ্ধ পরিকর। এরই সূচনা হিসেবে প্রথমবারের মতো বিপুলাসার শ্রী শ্রী বুড়া কালী মন্দির প্রাঙ্গণে অষ্টমী পূজায় সন্ধ্যা থেকে বিশেষ সংস্কৃতি অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইভেন্ট সমূহ হলো : শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি (বিবাহিত মহিলাদের জন্য) এবং বৈদিক নৃত্য (স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য) এবং যেমন খুশি তেমন সাজ (বৈদিক সাজ-সবার জন্য)। শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতায় মহিলাদের জন্য রয়েছে আর্কষনীয় ১ম পুরস্কার জামদানী শাড়ি। এছাড়াও রয়েছে নবমী পূজার দিন সন্ধ্যায় গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং উপস্থিত সবার জন্য কুইজ প্রতিযোগিতা।

রয়েছে স্বনামধন্য শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও নবমী পূজা শেষে দুপুরবেলা আগত পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন