
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার, ২০২৫, ০১:১২ এ এম
অনলাইন সংস্করণ
সোনারগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার বলেছেন, সরকার কোন তত্ত্বাবধায়ক সরকার নয়। এই সরকার বিপ্লবী সরকার। ছাত্র জনতার রক্ত ও জীবনের উপর প্রতিষ্ঠিত এই সরকার। সুতরাং বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে, সংস্কার না হলে এই সরকার পুরোপুরি ব্যর্থ হবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আমির বলেন, অনেকে বলে এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কিন্ত আপনারা জানেন শুধু একটি নির্বাচন করার জন্যই তাদেরকে বসানো হয় নাই। জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিবাদকে হটিয়েছে। ফ্যাসিবাদের সমস্ত মেকানিজম ধ্বংস করার জন্যই তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা শাখা। বিক্ষোভ মিছিলে কয়েকশত নেতা কর্মী অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগাপাড়া স্ট্যান্ড মসজিদের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী শিক্ষাবিদ ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, সোনারগাঁ উপজেলা উত্তরের জামায়াতের আমীর মাওলানা ইসহাক মিয়া ও দক্ষিণের আমীর মাহবুব মোল্লা , সোনারগাঁও উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান ও দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লাসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন